রাজধানীতে মিছিল ককটেল বিস্ফোরণ
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাসস্ট্যান্ডের পূর্ব দিকে রাখা বাসগুলোকে লক্ষ করে এ বিস্ফোরণ ঘটানো হয়। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি এবং পুলিশ কাউকে আটক করতে পারেনি।
অপরদিকে রাজধানীর গ্রীনরোড এলাকায় অবরোধের সমর্থনে সকাল ৮টা ৪৫ মিনিটে একটি মিছিল বের করে তেজগাঁও থানা ছাত্রদল। এসময় পুলিশ এসে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে। পরবর্তীতে মিছিল থেকে পুলিশকে লক্ষ করে ককটেল নিক্ষেপ মিছিলকারীরা। পুলিশ এ সময় একজন আটক করেছে বলে জানা গেছে।
রাজধানীর রামপুরায় অবরোধের সমর্থনে প্রায় ৪০-৫০ জন জামায়াতকর্মী সকাল ৭টায় একটি মিছিল বের করে।
সকাল ৮টা ৪৫ মিনিটে কেরানীগঞ্জে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
এদিকে, সকাল সোয়া ১১টার দিকে শ্যামপুর থানাধীন বানিয়ানগর এলাকায় জগন্নাথ বিশ্ববিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শাখা একটি মিছিল বের করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
(দ্য রিপোর্ট/ডি/এমসি/জেএম/নভেম্বর ৩০, ২০১৩)