ঘন কুয়াশায় উত্তর চীনে জীবনযাত্রা ব্যাহত
এ এলাকার কুয়াশার ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাভাবিক মানদণ্ডের চেয়ে অনেক নিচে নেমে গেছে।
সোমবার সকালে বাতাসে কুয়াশার ঘনত্ব ২ দশমিক ৫ মাইক্রোমিটারের নিচে নেমে আসে। কুয়াশার পরিমাণ প্রতি কিউবিক মিটারে ৫শ’ মাইক্রোগ্রামের উপরে রয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা জিনহুয়া।
প্রতি বছর শীতের শুরুতে চীনে কুয়াশার প্রকোপ দেখা দিলেও এবার এর মাত্রা বেশি। হেইলংজিয়াং ছাড়াও জিলিন ও লিয়াওনিং-এ কুয়াশা ছড়িয়ে পড়েছে।
(দিরিপোর্ট২৪/এসকে/ এমডি/ অক্টোবর ২১, ২০১৩)