কুমিল্লাসংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা যুবলীগ নেতার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হেলাল নামে এক জনকে আটক করা হয়েছে।

নিহত মিরাজ খন্দকার (৩০) দাউদকান্দি পৌরসভার দোনারচর গ্রামের রমিজ উদ্দিন খন্দকারের ছেলে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর দিঘীরপাড় এলাকা থেকে শনিবার ভোরে দাউদকান্দি হাইওয়ে পুলিশতার মৃতদেহ উদ্ধার করে গৌরীপুর পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে।

গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান দ্য রিপোর্টকে জানান, দাউদকান্দি হাইওয়ে পুলিশ মহাসড়কে টহল দেওয়ার সময় রায়পুর দিঘীরপাড় এলাকা থেকে মিরাজ খন্দকারের মৃতদেহ উদ্ধার করে। এসময় একটি মোটরসাইকেলসহ পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হেলালকে আটক করা হয়। পরে গৌরীপুর পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। নিহতের মাথার ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ১০টা) মৃতদেহ ময়নাতদন্তেরজন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত হত্যা না সড়ক দুর্ঘটনা, এ বিষয়ে কিছুই বলা যাচ্ছে না।

তবে পুলিশের হাতে আটক হেলাল বলছে, মিরাজ খন্দকার সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

(দ্য রিপোর্ট/জেপি/এফএস/এএস/নভেম্বর ৩০, ২০১৩)