দ্য রিপোর্ট ডেস্ক : মাত্রই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দেশের মাটিতে সিরিজ জয় করা ভারত দল ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর করবে। ফর্মে থাকা শেখর ধাওয়ান এই সফরেও ভালো খেলার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘দল এখন ফর্মে আছে। আমরা ব্যটিং, বোলিং এবং ফিল্ডিং তিনটি বিভাগেই ভালো করছি। তবে শচিন টেন্ডুলকারকে মিস করবো।’

দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেট ভারতীয় ব্যটসম্যানদের জন্য কোন বাড়তি সমস্যা হবে না বলেও জানান তিনি। ধাওয়ান বলেন, ‘আমরা অস্ট্রোলিয়ার সঙ্গে ৭টি ওয়ানডে খেলেছি। সেখানে জনসনদের বাউন্স আমরা ভালোভাবেই সামলেছি। দক্ষিণ আফ্রিকায় এটি আমাদের জন্য কোন সমস্যা হবে না।’

এই প্রথমবারের মতো শচিন, দ্রাবিড়, লক্ষণদের মতো অভিজ্ঞদের ছাড়া তারুণ্য নির্ভর ভারত দল দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে।

৫ ডিসেম্বর জোহানেসবার্গে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এমআই/জেএম/নভেম্বর ৩০, ২০১৩)