চট্টগ্রাম অফিস : জেলার মোগলটুলি এলাকায় এক যুবককে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। তার ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।

স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ১১টার দিকে পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মনজুর মোরশেদ জানান, এলাকার কেউ নিহত ব্যক্তিকে চিনতে পারছেন না। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। তারা পরিচয় জানার চেষ্টা করছেন। কারা কী কারণে তাকে খুন করেছে, সেটাও জানার চেষ্টা করছেন।

তিনি আরও জানান, মৃতদেহটি কাঁচাবাজারের পাশে একটি দেয়ালের সঙ্গে হেলান দেওয়া অবস্থায় ছিল। সেখান থেকে ১২ হাত দূরে বিচ্ছিন্ন অবস্থায় ছিল ডান হাতটি। পুরো শরীর ছিল ক্ষতবিক্ষত।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এএস/এজেড/জুন ৩০, ২০১৪)