রিজভীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ
দ্য রিপোর্ট প্রতিবেদক : শাহবাগে বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা এখন ডিবি অফিসে অবস্থান করছে।
ডিবি সূত্র জানায়, শনিবার বেলা ১২টার পর যে কোন সময় তাদের আদালতে হাজির করা হবে এবং ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। ডিবি সূত্র আরো জানায়, কোন রাজনৈতিক উদ্দেশ্যে নয়, তাদেরকে মামলায় আটক করা হয়েছে। তাছাড়া তারা একটি বড় দলের সম্মানিত পদে আছেন তাই তাদেরকে সম্মানজনক অবস্থায় রাখা হয়েছে। তাদের সঙ্গে কোন বিরূপ আচরণ করা হয়নি।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার কৃষ্ণপদ রায় জানান, শাহবাগ থানায় দায়ের করা মামলায় রুহুল কবির রিজভীকে আটক দেখানো হয়েছে এবং আদালতে তার ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। রিজভীকে মতিঝিল থানায় দায়ের করা কমলাপুরে পুলিশের উপর হামলার ঘটনাও আটক দেখানো হতে পারে বলে তিনি জানান।
শনিবার রাত সাড়ে ৩টার দিকে দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে রুহুল কবির রিজভীসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
(দ্য রিপোর্ট/ডি-কেজেএন/এমসি/জেএম/নভেম্বর ৩০, ২০১৩)