কুরআন নাজিলের মাস
দ্য রিপোর্ট ডেস্ক : পবিত্র রমজান কুরআন নাজিলের মাস। যা এ মাসের পবিত্রতার অন্যতম স্মারক। কুরআনে আছে মানুষের জন্য হেদায়েতের বাণী। কুরআনের অপর নাম ফুরকান অর্থাৎ, সত্য-মিথ্যার প্রভেদ করে। এ প্রভেদ মানুষকে সৎ কর্মে উদ্বুদ্ধ করে ও অসৎ কর্মে নিষেধ করে। ফলাফলে মানুষ আল্লাহর দিকে ফিরে তাকায়। ইসলামের মর্ম বুঝার জন্য কুরআন নাজিলের মাস রমজান খুবই গুরুত্বপূর্ণ। তাই পবিত্র এ মাসে মুমিন ব্যক্তিরা বেশি বেশি কুরআন পড়েন। চেষ্টা করেন কমপক্ষে একবার কুরআন খতম দেওয়ার। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন।
রমজান মাস ও কুরআন নাজিল সম্পর্কে পবিত্র কুরআনের সুরা বাকারার ১৮৫ নাম্বার আয়াতে বলা হয়েছে-
‘রমজান মাসই হলো সে মাস, যাতে নাজিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসে রোজা রাখবে।’
একই আয়াতে অসুস্থ ও সফরজনিত কারণে অসমর্থ মুমিনদের সম্পর্কে বলা হয়েছে-
‘আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না যাতে তোমরা গণনা পূরণ কর এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তায়ালার মহত্ত্ব বর্ণনা কর, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর।’
(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এইচ/জুন ৩০, ২০১৪)