দ্য রিপোর্ট ডেস্ক : লিভারপুল ম্যানেজার ব্রেন্ডেন রজার্স বলেছেন, ‘সামনের ম্যাচগুলোতে সেন্টার ব্যকে দেখা যেতে পারে জেরার্ডকে। মাঝ মাঠের চেয়ে ডিফেন্সে সে দলের জন্য আরো বশি কার‌্যকর হবে।’

রজার্স আরো বলেন, ‘আক্রমণ সাজানোর জন্য মাঝ মাঠের থেকে ডিফেন্স অনেক বেশি কার‌্যকরী ভুমিকা রাখে। জেরার্ড বিশ্বের বিভিন্ন দলের সাথে সেন্টার হাফে খেলেছেন। তার ছোট ও বড় পাসের নান্দনিক ফুটবল আমাদের আক্রমণভাগকে শক্তিশালী করবে।’

রবিবার হল এর বিপক্ষে কেসি স্টেডিয়ামে মাঠে নামবে লিভারপুল। এই ম্যাচে জয়ের ব্যপারে রজার্স শতভাগ আশাবাদী।

১৯৯৮ সালের ২৯ নভেম্বর ক্লাব ফুটবলের যাত্রা শুরু করেছিলেন ৩৩ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার। এখন পর্র‌্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপসহ বেশ কয়েকটি টুর্নামেন্টের শিরোপা লিভারপুলের ঘরে এনে দিয়েছেন তিনি।

(দ্য রিপোর্ট/এমআই/জেএম/নভেম্বর ৩০, ২০১৩)