পাবনায় মহাসড়ক অবরোধ
পাবনা সংবাদদাতা :অবরোধের প্রথমদিন শনিবার পাবনা-নগরবাড়ি মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ও ইট ফেলে অবরোধ করেছে ১৮ দল সমর্থকরা।
সকালে পাবনা-নগরবাড়ী মহাসড়কের রাজাপুর, ধোপাঘাটা, পুষ্পপাড়াসহ বিভিন্ন স্থানে রাস্তার পাশ থেকে গাছ কেটে ও ইট ফেলে সড়ক অবরোধ করে ১৮ দলের নেতাকর্মীরা। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন ওই রুটে চলাচলকারী যাত্রীরা।
এদিকে, অবরোধ চলাকালে পাবনা থেকে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ সড়কগুলোতে নছিমন, করিমন, অটোরিকশাসহ হালকা যান চলছে। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।
পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্তপুলিশ মোতায়েন রয়েছে। জোরদার করা হয়েছে র্যাব-পুলিশের টহল।
(দ্য রিপোর্ট/এসআর/এপি/নভেম্বর ৩০, ২০১৩)