সংবাদপত্র বিহীন লক্ষ্মীপুর শহর
লক্ষ্মীপুর সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথমদিন শনিবার লক্ষ্মীপুর জেলাবাসী সব ধরনের পত্রিকা পড়া থেকে বঞ্চিত হয়েছেন।
লক্ষ্মীপুর সংবাদপত্র পরিবেশক সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা সংবাদপত্রবাহী মাইক্রোবাসটি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে প্রবেশ করার পথে জামায়াত-বিএনপিকর্মীরা ভাঙচুর করার চেষ্টা করে। এক পর্যায়ে সব পত্রিকা বের করে অগ্নিসংযোগ করে।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সংবাদপত্র পরিবেশক গোলাম রহমান রহমানীয় প্রেসের রাকিব হোসেন জানান, পত্রিকা না আসায় ২০ হাজার টাকা লোকসান গুনতে হবে। তিনি সংবাদপত্রের গাড়ি চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
লক্ষ্মীপুর সংবাদপত্র হকার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. সোহাগ সংবাদপত্র গাড়ি আটক করার ঘটনায় গভীর উদ্বোগ প্রকাশ করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করার দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারও একইভাবে লক্ষ্মীপুরবাসী পত্রিকা পড়া থেকে বঞ্চিত হয়েছিলেন। অভিযোগ উঠেছে, এ ব্যাপারে পুলিশের সহযোগিতা চেয়েও পাওয়া যায় না।
(দ্য রিপোর্ট/আরআইকে/এফএস/এএস/নভেম্বর ৩০, ২০১৩)