চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কেজি ৮ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে কাস্টমস। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে এ স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান দ্য রিপোর্টকে জানান, দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর দিয়ে বের হওয়ার সময় মনোয়ারা আক্তার নামে এক যাত্রীর হাতব্যাগ স্ক্যান করে দুই কেজি ৮ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এসপি/এএস/এজেড/জুলাই ০১, ২০১৪)