চট্টগ্রামে বাসের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম অফিস : মহানগরীর নিউমুরিং মোড়ে বাসের ধাক্কায় পোশাক শ্রমিক জেসমিন আক্তারের (২২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জেসমিন কোতোয়ালি থানা এলাকার সোহাগ খলিফার মেয়ে।
সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ বড়ুয়া জানান, জেসমিন সকালে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন। এ সময় নিউমুরিং মোড়ে রাস্তা পার হতে গেলে একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এমএটি/এএস/এনআই/জুলাই ০১, ২০১৪)