চট্টগ্রামে দেড় লাখ পিস ইয়াবাসহ আটক ১
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে দেড় লাখ পিস ইয়াবাসহ ইসমাইল (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে মঙ্গলবার ভোরে আটক করেছে কোস্টগার্ড। এ সময় একটি নৌকাও জব্দ করা হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, ইয়াবাগুলো কক্সবাজার থেকে আনা হয়েছিল। নৌকা নিয়ে ওই মাদক বিক্রেতা সন্দ্বীপ চ্যানেলে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় কোস্টগার্ডের টহল দল নৌকাটিকে ঘিরে ফেলে ইয়াবাগুলো উদ্ধার করে।
(দ্য রিপোর্ট/কেএইস/এমএস/এএস/এজেড/জুলাই ০১, ২০১৪)