সরকারেরও ভুল রয়েছে : যোগাযোগমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক : বর্তমান রাজনৈতিক অস্থির পরিস্থিতি সৃষ্টির পেছনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারেরও ভুল রয়েছে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
গত কয়েক মাসে হরতাল-অবরোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ক্ষয়ক্ষতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা করেন।
বর্তমান পরিস্থিতি সৃষ্টির পেছনে সরকারের ভুল ছিল কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কেউ অভ্রান্ত নয়। ভুলত্রুটির উর্ধ্বে কেউই না। আমরা সরকার। সরকারের কিছু ভুলত্রুটি থাকবে না? আমাদের সরকার তো ফেরেশতা নয়। আমরা মানুষ।’
বর্তমান অবস্থা সৃষ্টির জন্য বিএনপির দুটি ভুলের কথা উল্লেখ করে কাদের বলেন, ‘সংসদে সংবিধান সংশোধনের সময় তাদের আহ্বান জানানো হলেও তারা আসেননি। তারা আসলে হয়তো ভিন্ন কিছু হতো। এছাড়া প্রধানমন্ত্রীর সংলাপ আহ্বানে সাড়া দিয়ে বিরোধী দলীয় নেতা আসলেও পরিস্থিতি হয়তো এরকম হতো না। রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠতো না।’ তারা (বিএনপি) আত্মসমালোচনা করলে এ ভুল ধরা পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
সংবিধান সংশোধনের সময় দলীয় নেতাদের প্রস্তাবই রাখা হয়নি। সেখানে বিরোধী দলের প্রস্তাব কিভাবে রাখা হতো- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বিরোধী দলের প্রস্তাব হিসেবে বেশি গুরুত্ব দেওয়া হতো।’
বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিরসনের নেপথ্যে দুই দলের মধ্যে আলোচনা চলছে জানিয়ে কাদের বলেন, ‘আমরা চাইলে যে কোন সময় আলোর ঝলকানি দেখা যাবে। এদেশে অতীতে যত সমাধান হয়েছে, দেখেছি অন্ধকারের মধ্যে হঠাৎ আলোর ঝলকানি। স্বস্তির সুবাতাস হঠাৎ বয়ে যাবে।’
আওয়ামী লীগের উদ্যোগে করা একটি জরিপে দেখা গেছে, ৭৩ শতাংশ লোক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চায়। আওয়ামী লীগ এ জরিপ অনুযায়ী কাজ করছে না। এ বিষয়ে যোগাযোগমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আমরা বাতিল করিনি এটা আদালত বাতিল করেছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপিকে বলেছি, আপনারা নির্বাচনে আসুন কার উপর জনগণ খুশি আর কার উপর অখুশি তা ব্যালটের মাধ্যমে নির্ধারিত হোক।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘নির্বাচন কমিশন এখন স্বাধীন। তাই লেভেল প্লেইং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) ক্ষুণ্ন হওয়ার কোন সম্ভাবনা নেই। নির্বাচনী আচরণবিধি মেনে চললে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সম্ভব।’
নির্বাচন কমিশনের বেধে দেওয়া সময়ের মধ্যে আওয়ামী লীগের নেতাদের নির্বাচনী বিল বোর্ড, ব্যানার, ফেস্টুন সরানো হয়নি। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমারগুলো আমি সরিয়ে ফেলেছি। অন্যদেরগুলো সরানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’
(দ্য রিপোর্ট/আরএমএম/এমসি/জেএম/নভেম্বর ৩০, ২০১৩)