কুমিল্লা সংবাদদাতা : ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কালাকছুয়ায় পুলিশ ও শিবিরের মধ্যে সংঘর্ষে পুলিশসহ সাতজন আহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে শাহ জালাল নামে এক শিবিরকর্মীকে আটক করেছে।

বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, শনিবার দুপুর ১২টার দিকে মহাসড়কের কালাকছুয়া এলাকায় শিবিরকর্মীরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে।

তিনি জানান, এ সময় পুলিশকে লক্ষ করে তারা ককটেল নিক্ষেপ করে। এতে তিনিসহ শাহ আলম নামে এক কনস্টেবল আহত হন। পরে আত্মরক্ষার্থে শর্টগানের পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করা হয়।

এ বিষয়ে কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রশিবির সভাপতি লুৎফুর রহমান খান মাসুম দ্য রিপোর্টকে জানান, তারা শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করছিল। পুলিশ হঠাৎ তাদের কর্মীদের উপর হামলা, লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। এতে শিবিরের পাঁচ কর্মী আহত হয়েছে।

(দ্য রিপোর্ট/জেপি/এসবি/নভেম্বর ৩০, ২০১৩)