দ্য রিপোর্ট ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে ২৮ জন যাত্রী ও ছয়জন ক্রুসহ মোজাম্বিক এয়ারলাইনসের (এলএএম) একটি বিমান নিখোঁজ হয়েছে। বিমানটি মোজাম্বিক থেকে দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় যাচ্ছিল বলে এয়ারলাইনসের মুখপাত্র জানিয়েছেন।

বিমানটি মোজাম্বিকের রাজধানী মাপুতো থেকে শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা ২৬ মিনিটে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডার উদ্দেশে ছেড়ে যায়। স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে বিমানটির লুয়ান্ডায় পৌঁছানোর কথা ছিল।

নামিবিয়ার উত্তরাঞ্চল অতিক্রম করার সময় বিমানটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ করা সম্ভব হয়েছিল। বিমানটি অ্যাঙ্গোলা ও বতসোয়ানার সীমান্তবর্তী উত্তর নামিবিয়ার রুনডো এলাকায় অবতরণ করেছে বলে ধারণা করছে এয়ারলাইনস কর্তৃপক্ষ।

এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, এলএএম এয়ারলাইনস ও বিমানবন্দর কর্তৃপক্ষ অবস্থান জানার জন্য বিমানটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

তবে বিমানটিতে কোন কোন দেশের নাগরিক ছিলেন তা নিশ্চিত নন বলে এয়ারলাইনসের মুখপাত্র নর্বেরতো মুকোপা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।

বিমানটির খোঁজে তল্লাশি চলছে বলে নামিবিয়ার পশ্চিমাঞ্চল কাভানগোর পুলিশ কমান্ডার ওলাভি অ্যাওনগা জানিয়েছেন। সূত্র : বিবিসি

(দ্য রিপোর্ট/কেএন/এইচএসএম/নভেম্বর ৩০, ২০১৩)