দিরিপোর্ট২৪ নারায়ণগঞ্জ সংবাদদাতা : আমরা নারায়ণগঞ্জবাসী নামের একটি সংগঠন সোমবার সকালে মেয়র মোহাম্মদ হানিফ উড়াল সেতুতে বেশি টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের আগে গুলিস্তান থেকে যাত্রাবাড়ি পর্যন্ত সেতুটি উদ্বোধন করেন।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজি নূর উদ্দিন আহাম্মদ। বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, গণতান্ত্রিক পার্টি জেলা আহ্বায়ক দেলোয়ার হোসেন চুন্নু, মহিলা নেত্রী আলেয়া সারোয়ার, সিটি কাউন্সিলর বিন্নি ও ইকবাল হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রতিটি যাত্রীবাহী বাসের টোল ১৫০ টাকা নির্ধারণ করা থাকলেও সেতু কর্তৃপক্ষ আদায় করছে ১৬০ টাকা করে। এ বাড়তি টাকা দিতে হচ্ছে যাত্রীদের।

মানববন্ধনে বক্তারা উড়াল সেতু কর্তৃপক্ষকে পূর্বনির্ধারিত টোল আদায় করার আহবান জানান। দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে জানান তারা।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএইচ/এমডি/অক্টোবর ২১,২০১৩)