‘সমঝোতার প্রস্তাব পেলে তফসিল পেছানোর বিষয় বিবেচনা’
দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ বলেছেন, সমঝোতার সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে কেউ এলে, তফসিল পেছানোর অনুরোধ করলে, সেক্ষেত্রে কমিশন তা বিবেচনা করবে। শনিবার দুপুর আড়াইটায় ইসি (নির্বাচন কমিশন) সচিবালয়ের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এক প্রশ্নের জবাবে আবু হাফিজ বলেন, বর্তমান পরিপ্রেক্ষিতে মনোনয়ন জমা দেওয়ার সময় কেউ বাধা দিলে, প্রার্থী নিজে ভয় পেয়ে যদি বের না হন। সেক্ষেত্রে কমিশনের কিছু করার নেই। তবে যদি কোনো প্রার্থী মনোনয়ন দাখিল করতে আসেন এবং তাকে বাধা দেওয়া হয় তাহলে কমিশন কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে।
(দ্য রিপোর্ট/এমএস/এইচএসএম/নভেম্বর ৩০, ২০১৩