চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ কেজি ৮৬ গ্রাম ওজনের ৭৬টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান জানান, শারজা থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটের দুই যাত্রীর লাগেজ তল্লাশি চালিয়ে বুধবার বেলা ১২টার দিকে বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার এসব সোনার বর্তমান বাজার মূল্য তিন কোটি ৮০ লাখ টাকা।

তিনি জানান, গত ২৭ জুন মো. ফয়সাল শিকদার এবং ২৯ জুন মো ইস্কান্দর নামে দুই যাত্রী শারজা থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে করে চট্টগ্রাম আসেন। তাদের লাগেজ বুধবার বিমানবন্দরে আসলে স্ক্যান করা হয়। এ সময় দুটি লাগেজ থেকে স্বর্ণের ৭৬টি বার পাওয়া যায়।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এইচএইচ/জুলাই ০২, ২০১৪)