গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধায় ১৮ দলের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের প্রথমদিন শনিবার পলাশবাড়ীতে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের আওয়ামী লীগ প্রার্থীকে অবরুদ্ধ করা হয়েছে।

রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের প্রার্থী ডা. ইউনুস আলী সরকার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি তোফাজ্জল হোসেনের বাড়িতে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাক্ষাৎ করতে গেলে ১৮ দলের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে। এ সময় সেখানে ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটে এবং বিক্ষুব্ধ অবরোধকারীরা সভাপতির বাড়িতে ভাঙচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। পলাশবাড়ী থানা পুলিশ ৫ রাউন্ড শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে অবরুদ্ধ ডা. ইউনুস আলী সরকারকে উদ্ধার করে নিয়ে আসে।

এর আগেও ওই প্রার্থী কালীদাস বাবুর বাড়িতে গেলে সেখানেও ২টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পলাশবাড়ী নির্বাচন অফিসেও অবরোধকারীরা অগ্নিসংযোগ করে।

এ ছাড়াও অবরোধকারীরা গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের গড়েয়া ব্রিজের কাছে রাস্তায় মাটি কেটে উঁচু করে রাখে এবং গাছ ফেলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

এদিকে রংপুর-বগুড়া মহাসড়কের কোমরপুরে অবরোধকারীরা সকালে ১০টি বাস-ট্রাক ভাঙচুর করে। রংপুর-বগুড়া মহাসড়ক ও গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক, গাইবান্ধা-সুন্দরগঞ্জ, গাইবান্ধা-সাঘাটা-ফুলছড়ি, গাইবান্ধা-নাকাইহাট, গাইবান্ধা-সাদুল্যাপুরসহ সব সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

(দ্য রিপোর্ট/ইউএস/এএস/নভেম্বর ৩০, ২০১৩)