চট্টগ্রামে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের তুলাতলী এলাকায় পানিতে ডুবে মো. তারা মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, তারা মিয়া মঙ্গলবার দুপুরে কর্ণফুলী নদীর সংযোগ খাল তুলাতলীতে গোসল করতে গেলে সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারা মিয়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার লোহাচালা গ্রামের ধনমিয়ার ছেলে বলে তিনি জানান।
(দ্য রিপোর্ট/কেএইচ/এফএস/এএস/আরকে/জুলাই ০২, ২০১৪)