দ্য রিপোর্ট ডেস্ক : কুরআন মানুষের জন্য হেদায়েতের উৎস। রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসে মানুষ যাবতীয় অসৎ কাজ সম্পর্কে সচেতন হয়। আল্লাহ পানে ফিরে তাকানোর পথে থাকা প্রতিবন্ধকতা সম্পর্কে সতর্ক হয়। শুদ্ধ জীবন-যাপনে নিজেকে খোলনলচে বদলে দিতে চান। ফিরে যান আমল-আখলাকের পথে। মানুষের এ সর্তকতার উৎস হলো কুরআন। জীবনাচারে মৌলনীতিগুলো মুমিন কুরআন থেকেই পেয়ে থাকেন।

কুরআন অবর্তীণ হওয়ায় ঘটনা পবিত্র রমজান মাসের গুরুত্ব অনেকখানি বাড়িয়ে দিয়েছে। তাই কদরের রাতকে ইসলামে অনেক গুরুত্বের সঙ্গে দেখা হয়। একে বর্ণনা করা হয় হাজারের রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত হিসেবে।

কুরআন নাজিল ও এর ভূমিকা নিয়ে সূরা আদ-দুখানের ৩ নাম্বারে আয়াতে বলা হচ্ছে-

‘নিশ্চয়ই আমি এটা (কুরআন) এক মুবারকময় (বরকতময়) রাতে নাজিল করেছি। নিশ্চয়ই আমি সতর্ককারী।’

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/আরকে/জুলাই ০২, ২০১৪)