চট্টগ্রাম অফিস : জেলার বায়েজিদ এলাকায় বিদ্যুৎস্পর্শে মো. রয়েল (১৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) কারখানায় বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মো. রয়েল গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কুমিদপুর গ্রামের মতলবুর রহমানের ছেলে।

বাইজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ আলম বিদ্যুৎস্পর্শে মৃত্যুর বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে মিলে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মো. রয়েল মারা যান।

(দ্য রিপোর্ট/এসএইচ-কেএইচ/এমএইচও/এএস/জুলাই ০২, ২০১৪)