চট্টগ্রামে ট্রাকচাপায় নিহত ১
চট্টগ্রাম অফিস : জেলার কোতোয়ালি থানার আসাদগঞ্জ এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ট্রাকচাপায় নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নূর ইসলাম ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে আসাদগঞ্জে সড়কের মাঝখানে দৌড়ে যাওয়ার সময় ট্রাকের নিচে চাপাপড়ে তিনি মারা যান।
মৃতদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
(দ্য রিপোর্ট/এমএইচ-কেএইচ/এমএইচও/এএস/আরকে/জুলাই ০২, ২০১৪)