দিরিপোর্ট ডেস্ক : ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ পেয়েছেন সদ্যই ক্রিকেট থেকে অবসর নেওয়া শচিন টেন্ডুলকার। দক্ষিণ এশিয়ায় সংস্থার স্বাস্থ্য বিষয়ক বিশেষ করে স্যানিটেশন নিয়ে কাজ করবেন লিটল মাস্টার।

দূত হিসেবে নিয়োগ পাওয়ার পর শচিন বলেছেন, ‘এটা আমার জন্য দ্বিতীয় ইনিংস। কাজটিকে সফল করতে নিজের সর্বোচ্চ উজাড় করে দেবো।’

ইউএন চিল্ড্রেন ফান্ড জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় ৬৮১ মিলিয়ন মানুষের স্যানিটেশন সুযোগ-সুবিধা নেই।আর বিশ্বে প্রতিবছর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে ১৬ হাজার শিশু।

ওয়ানডে ও টেস্টে বিশ্বের সর্বোচ্চ রানসংগ্রহকারী শচিন। চলতি মাসে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ টেস্ট খেলে অবসর নিয়েছেন ভারতের ব্যাটিং জিনিয়াস।

(দিরিপোর্ট/সিজি/এমআই/নভেম্বর ৩০, ২০১৩)