সাংবাদিক ইয়ারবের উপর শিবিরের হামলা
সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেনকে (৪৫) পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর চারাবটতলা এলাকায় তার উপর এ হামলা চালানো হয়।
বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক ইয়ারব হোসেন মটরসাইকেলযোগে তার গ্রামের বাড়ি সদর উপজেলার তুজুলপুর থেকে সাতক্ষীরা শহরে আসছিলেন। এ সময় তিনি দেবনগর চারাবটতলা এলাকায় পৌঁছালে জামায়াত-শিবির কর্মীরা তার মটরসাইকেলের গতিরোধ করে। এরপর তার মাথায় লোহার রড় দিয়ে উপর্যুপরি আঘাত করে ফেলে রেখে যায়। হামলায় তার একটি পা ভেঙ্গে গেছে। এ ছাড়া দায়ের কোপে তার মাথার ৫ জায়গায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।
সাতক্ষীরা পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেন বলেন, হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
(দ্য রিপোর্ট/এমআরইউ/এসবি/নভেম্বর ৩০, ২০১৩)