শাহ আমানতে ২৮ সোনার বারসহ যাত্রী আটক
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ২৪ লাখ টাকা মূল্যের ২৮টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমসের শুল্ক বিভাগ। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
দুবাই থেকে থেকে আসা আজমত উল্লাহ নামে এক যাত্রীর লাগেজে তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ সব সোনার বার উদ্ধার করা হয়।
কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান জানান, উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন ৩ কেজি ২৬৫ গ্রাম।
আটক আজমত উল্লাহকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
(দ্য রিপোর্ট/কেএইচএস/কেএন/এজেড/জুলাই ০৩, ২০১৪)