চট্টগ্রামে যুবদল নেতাসহ গ্রেফতার ৫
এছাড়া পৃথক দুটি স্থান থেকে এক শিবির কর্মীসহ আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মমতাজ হোসেনকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। এ ছাড়া মাহমুদ হোসেন ও তরিকুল ইসলাম নামে দুজনকে মাদকসহ আটক করা হয়। অপর আটক আব্দুর শুক্কুর মামলার পরোয়ানাভুক্ত আসামি।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, মমতাজ হোসেন নগরীর শাহ আমানত সেতু এলাকায় হরতালে গাড়ি পোড়ানোর মামলার পরোয়ানাভুক্ত আসামি।
এ দিকে নাশকতায় অংশগ্রহণের অভিযোগে ডবলমুরিং থানার হাজীপাড়া থেকে মো. জুয়েল নামে এক শিবিরকর্মীকে গ্রেফতার করা হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউল ইসলাম জানান, হরতালসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নগরীর আগ্রাবাদ, বাদামতলসহ বিভিন্ন এলাকায় জামায়াত-শিবির যে নাশকতার ঘটনা ঘটিয়েছে তাতে জুয়েলের অংশগ্রহণের অভিযোগ রয়েছে।জুয়েল বেশ কয়েকটি মামলায় তালিকাভুক্ত আসামি।
(দিরিপোর্ট২৪/আইজেকে/এমডি/অক্টোবর ২১, ২০১৩)