দ্য রিপোর্ট প্রতিবেদক : বরিবার সকাল ৯টায় ঢাকা সেনানিবাসস্থ শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে ১২ দিনব্যাপী স্কুল-কলেজ ছাত্রছাত্রীদের আত্মরক্ষামূলক মার্শাল আর্ট তায়কোয়ানডো প্রশিক্ষণ ও সেমিনার শুরু হচ্ছে।

১২দিন ব্যাপী এই আয়োজনের উদ্বোধন করবেন ব্রিগেডিয়ার জেনারেল আজমল কবীর। এছাড়া উক্ত অনুষ্ঠানে কর্নেল মো. জাহিদুর রহিম, এএফডাব্লিউসি, পিএসসি, প্রিন্সিপাল, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ এবং বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অহিদুজ্জামান মজুমদার ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ অনেকেই উপস্থিত থাকবেন । এই প্রশিক্ষণ ও সেমিনারে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের ৪৭৫ জন ছাত্রী অংশগ্রহণ করবে।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ৩০, ২০১৩)