দ্য রিপোর্ট প্রতিবেদক : স্ট্যান্ডার্ড গ্রুপের তৈরি পোশাক কারখানাসহ দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একইসঙ্গে সংগঠনটি যেকোনো ধরনের দাবি দাওয়া বিশৃংখলা না করে আলোচনার মাধ্যমে সুরাহার আহবান জানিয়েছে।

শনিবার ডিসিসিআই সভাপতি মো. সবুর খান এক বিবৃতিতে এ উদ্বেগ জানান।

উল্লেখ্য সাভার, টংঙ্গী, আশুলিয়া ও গাজীপুরে অবস্থিত বিভিন্ন তৈরি পোশাক কারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে ঢাকা চেম্বারের সভাপতি বলেন, ‘চলমান সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় দেশের সামগ্রিক অর্থনীতি চরম হুমকির মুখে পড়েছে। এই মুহুর্তে এ সংহিসতা বন্ধ করা না গেলে দেশের তৈরি পোশাকখাতসহ সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এমনকি এ খাতে বিদেশি কার্যাদেশ কমে যাওয়ার পাশপাশি ক্রেতারা বিকল্প গন্তব্যে চলে যেতে পারে। ফলে আমাদের বৈদেশিক বিনিয়োগের ধারা বাধাগ্রস্ত হবে।’

বিবৃতিতে মো. সবুর খান আরও বলেন, ‘চলমান ভাংচুর ও হামলায় শুধুমাত্র কারখানা মালিকপক্ষই নয় বরং সাধারণ শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হবে। অতএব দেশের স্বার্থে আমাদের তৈরি পোশাক খাতকে রক্ষা করতে হবে। ডিসিসিআই মনে করে যে কোন ধরনের বিশৃংখলা, দাবি দাওয়া আলোচনার মাধ্যমে সুরাহা করা সম্ভব। দাবি আদায়ে ভাংচুর কোন সমাধান বয়ে আনবে ন। এ অবস্থায়, সংশ্লিষ্ট সকলকে এ পরিস্থিতি মোকাবেলা ও তৈরি পোশাকখাত রক্ষায় এগিয়ে আসতে হবে।’

(দ্য রিপোর্ট/এআই/এইচএস/এমডি/নভেম্বর ৩০, ২০১৩)