চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের চন্দ্রঘোনা ফেরীঘাট এলাকায় কর্ণফুলী নদীতে ডুবে মো. দেলোয়ার হোসেন (২৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি সরফভাটা গ্রামের শাহ আলমের পুত্র বলে জানা গেছে।

চন্দ্রঘোনা পুলিশ ফাঁড়ির নায়েক ভুপেন দাশ বলেন, দেলোয়ার গোডাইন এলাকার মুদি ব্যবসায়ী। কাপ্তাইয়ের রাইখালী বাজার থেকে সকালে তিনি কাঁচামাল কিনতে যাচ্ছিলেন। ফেরীর পন্টুন থেকে লাফ দিয়ে সাম্পানে ওঠার সময় দেলোয়ার নদীতে পড়ে যান। এরপর নৌবাহিনীর ডুবুরি ও স্থানীয়রা অনেক খোঁজাখুজির পর চার কিলোমিটার দূরের মরিয়মনগর ফরাসপাড়া এলাকার একটি ডুবোচর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এপি/এএল/জুলাই ০৪, ২০১৪)