ঢাবি প্রতিবেদক : বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ আন্দোলনের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বিজয় একাত্তর হল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবিকালচারের পরিচালক অধ্যাপক ড. শামীমুল আলম এবং ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শামসুল আজম।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ আন্দোলনের নির্বাহী পরিচালক ব্যারিস্টার ফারজানা বেগম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রিফাত সাফার খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের নির্বাহী সদস্য ড. শহীদুল ইসলাম বিশ্বাস।

উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক পরিবেশ ও জীবন ধারনের মান উন্নয়নে এবং সুন্দর সুস্বাস্থ্য নিশ্চিতকরণে অধিক হারে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নেই।

(দ্য রিপোর্ট/জেএইচ/এসবি/নভেম্বর ৩০, ২০১৩)