দ্য রিপোর্ট ডেস্ক : রোজার বিধান হলো দিনের বেলায় সকল ধরনের পানাহার ও যৌনাচরণ থেকে বিরত থাকা। কিন্তু দিবস শেষে আল্লাহ কর্তৃক হালাল সকল নিয়ামত গ্রহণ জায়েজ। আবার সীমারেখা অতিক্রম না করতে সতর্ক করে দিয়েছেন। মানুষকে তাকওয়া অবলম্বনের কথা বলেন। নিশ্চয় এটি ঈমানদারের জন্য উত্তম অর্জন।

এ বিধান আল্লাহ-তায়ালা পবিত্র কুরআনে জানিয়েছেন। এ বিষয়ে স্পষ্ট বলা হয়েছে সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াতে-

‘সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে, তোমরা নিজেদের সঙ্গে খেয়ানত করছিলে। অতঃপর তিনি তোমাদের তাওবা কবুল করেছেন এবং তোমাদের ক্ষমা করেছেন। অতএব, এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন, তা অনুসন্ধান কর। আর আহার কর ও পান কর যতক্ষণ না ফজরের সাদা রেখা কাল রেখা থেকে স্পষ্ট হয়। অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ কর। আর তোমরা মাসজিদে এতেকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয়ো না। এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হয়ো না। এভাবেই আল্লাহ তাঁর আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তারা তাকওয়া অবলম্বন করে।’

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এইচ/জুলাই ০৪, ২০১৪)