দ্য রিপোর্ট প্রতিবেদক : আগের দিন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কাছে হেরে ওয়ালটন ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে মোহামেডান। শনিবার এই ভুল করেনি চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী। ফেনী সকারকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অভিজাত পাড়ার দলটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ঢাকার বাইরের দলটির বিপক্ষে প্রধমার্ধে কোনও গোলের দেখা পায়নি আকাশি-হলুদ শিবির। তবে খেলার প্রথম মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিল ফেভারিটরা। বাঁ প্রান্ত দিয়ে প্রতিপক্ষের বিপদ সীমানায় ঢুকে যান আবাহনীর ক্যামেরুনের ফরোয়ার্ড সামনিক। বক্স থেকে নেওয়া এ বিদেশির শট বারের বাইরে দিয়ে চলে যায়।

৭ মিনিটে আবারও সুযোগ আসে। মিশুর কর্নার থেকে হেড নেন সামনিকের। এবার তাকে বঞ্চিত করেন ফেনীর গোলরক্ষক নেহাল। ৩০ মিনিটে সুযোগ আসে ফেনীর সকার ক্লাবের। ফেনীর বেনিনের ফরোয়ার্ড ওয়াসিওরের শট আবাহনীর গোলরক্ষক সোহেল কর্নারের বিনিময়ে রক্ষা করেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে আবাহনীর বিপদসীমায় ফ্রি-কিক পায় ফেনী। মিডফিল্ডার বিদ্যুতের নেওয়া ফ্রিকিক অল্পের জন্য পোস্টের ওপর দিয়ে চলে যায়। অমীমাংসিতভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর স্বরূপে ফেরে আকাশি-হলুদ শিবিরের ফুটবলাররা। ৫৩ মিনিটে বক্সের বাইরে ফ্রিকিক পায় আবাহনী। দুর্দান্ত এক ফ্রি কিকে ফেনীর জাল কাঁপান মিশু। ১-০ গোলে এগিয়ে যায় ফেভারিটরা। ৭১ মিনিটে আবাহনীর ঘানাইয়ান ডিফেন্ডার সামাদ ইউসুফ ফেনীর গোলরক্ষকে কাটিয়ে শট নেন গোলবারে। বল গোলবারে ঢোকার মুহূর্তে গোল লাইন থেকে বল ফিরিয়ে দেন ফেনীর ডিফেন্ডার আলাউদ্দীন।

৮৫ মিনিটে ফেনী সকারের ম্যাথিউর হেড আবাহনীর ক্রসবারে লেগে ফিরে এলে গোল বঞ্চিত হয় ফেনী। খেলার ইনজুরি সময়ে আবাহনীর ঘানাইয়ান ফরোয়ার্ড মরিসন ফেনীর কফিনে শেষ পেরেকটি ঠোকেন।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ৩০, ২০১৩)