‘দেশে দেশে যুদ্ধাপরাধ’
দ্য রিপোর্ট ডেস্ক : দেশ টিভিতে ১ ডিসেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হচ্ছে ‘দেশে দেশে যুদ্ধাপরাধ’। অনুষ্ঠানটি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ নিয়ে ১২টি পর্ব সাজানো হয়েছে।
নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে কয়েক হাজার বছর ধরে মানুষের যে ক্রমপ্রবহমাণ ইতিহাস সেই ইতিহাসের নিষ্ঠুর, নির্মম, ভয়াবহ, বীভৎস দিকগুলোই হচ্ছে- যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের লক্ষ্যে প্রথম প্রতিষ্ঠিত হয় ন্যুরেমবার্গ ট্রায়াল। সেই থেকে আজ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকার্য পরিচালিত হয়েছে বা হচ্ছে। সেই সব বিচার প্রক্রিয়া, প্রসিকিউশনের যুক্তি-তর্ক, অভিযুক্তদের পাল্টা-যুক্তি, বিচারকদের দেওয়া রায়, দোষী হিসেবে প্রমাণিত ব্যক্তিদের দেওয়া শাস্তি ও ঐ শাস্তি কার্যকর করার বিষয় নিয়েই পর্বগুলো সাজানো হয়েছে।
রবিউল করিমের পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সুমনা সিদ্দিকী, আমজাদ সুজন ও সফিউল শাহীন।
(দ্য রিপোর্ট/আইএফ/আইজেকে/নভেম্বর ৩০, ২০১৩)