চট্টগ্রাম অফিস : সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, ‘সুইস ব্যাংক তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ আরও অনেকের টাকা আছে।’ বিএনপির ভারপাপ্ত মহাসচিব মির্জা ফখরল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের উকিল নোটিশ পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে চট্টগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা নওজোয়ান আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে বিএনপি নেতাদের মধ্যে যে অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে, এতে মনে হচ্ছে নিশ্চয় সেখানে (সুইস ব্যাংক) তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ আরও অনেকের টাকা আছে। আমি সন্দেহের কথাটাই বলেছি। এই সন্দেহ তৈরি করার জন্য বিএনপি নেতারাই দায়ী।’

তিনি বলেন, ‘পত্রিকা-টেলিভিশনে দেখেছি, শুনেছি যে, তারেক রহমান আমাকে একটি উকিল নোটিশ পাঠিয়েছেন। আমি এখনও তা হাতে পাইনি। উকিল নোটিশ হাতে পাওয়ার পর আমি সিদ্ধান্ত নেব, উকিল নোটিশের জবাব দিব নাকি পাল্টা উকিল নোটিশ দিব।’

ড. হাসান মাহমুদ বলেন, ‘যদি তিনি উকিল নোটিশ দিয়ে থাকেন, আমি মনে করি, তিনি ভুল করে উকিল নোটিশ দিয়েছেন।’

নওজোয়ানের প্রধান নির্বাহী মোহাম্মদ ইমাম হোসাইন চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাফর আলম।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমসি/সা/জুলাই ০৫, ২০১৪)