চবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দশটি ইউনিটের তারিখ পরিবর্তন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার এস.এম আকবর হোসাইন জানান, শনিবারে অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
কলা ও মানববিদ্যা অনুষদের অধিনে ‘বি-২’ (আরবী ও ইসলামিক স্টাডিজ), ‘বি-৪’ (পালি), ‘বি-৫’ (নাট্যকলা) ও ‘বি-৬’(সংস্কৃত) ইউনিটের পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর সকালে অনুষ্টিত হবে।
একই দিন ‘বি-৩’(চারুকলা) ও ‘বি-৭’(আইআরটি) ইউনিটের পরীক্ষা বিকালে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ৭ ডিসেম্বর জীববিজ্ঞান অনুষদের অধীনে ‘এইচ-১’ থেকে ‘এইচ-৩’ ইউনিটের পরীক্ষা ১৩ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হবে। একই দিনে ‘জি’ (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এন্ড ফিসারিজ) ইউনিটের পরীক্ষা বিকালে অনুষ্ঠিত হবে।
৭ ডিসেম্বর একই সঙ্গে চট্টগ্রাম, রাজশাহী ও চট্টগ্রাম ভেটেরেনারি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় ‘এইচ’ ও ‘জি’ ইউনিটের পরীক্ষা পেছানো হয়। এ নিয়ে চর্তুথবারের মতো এ দুই ইউনিটের পরীক্ষা পেছালো।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এমএইচও/এসকে/ডিসেম্বর ০১, ২০১৩)