বিহারে ট্রেনে হামলায় তিন পুলিশ নিহত
দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের বিহারে একটি চলন্ত ট্রেনে অস্ত্রধারীদের হামলায় রেলওয়ের তিন পুলিশ সদস্য নিহত ও দুইজন আহত হয়েছে। মাওবাদীরা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।
বিহারের মুঙ্গর জেলার জামালপুর রেলওয়ে স্টেশনের কাছে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ৮-১০ জনের মাওবাদীদের একটি দল নারীদের একটি কামরায় ঢুকে প্রকাশ্যে গুলি চালায়।
রেলওয়ে পুলিশের সুপরিন্টেনডেন্ট অমিতাভ কুমার দাস জানান, ট্রেনটি আশিকপুরে রেলওয়ে সুড়ঙ্গ ও ব্রিজের মধ্যে থাকা অবস্থায় এ হামলা চালানো হয়। এ ঘটনায় তিনজন নিহত ছাড়াও দুইজন আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরো জানান, মাওবাদীরা এ সময় সৈন্যদের কাছ থেকে তিনটি আইএনএসএএস রাইফেল, একটি স্টেনগান ও একটি একে-৪৭ নিয়ে যায়। এছাড়া ৪৬০ রাউন্ড গোলবারুদও লুট করে তারা।
এ ঘটনায় নিহতরা হলেন- হাওলাদার অশোক কুমার, কনস্টেবল ভোলা ঠাকুর ও উদয় সিং। আহত দুজন হলেন- মোহাম্মদ ইমতিয়াজ ও বিনয় কুমার।
(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ০১, ২০১৩)