সাইকেলসহ মৃত্যু!
দ্য রিপোর্ট ডেস্ক : সাইকেল চালাতে গিয়ে যদি দুর্ঘটনার শিকার হয়ে মারাই যেতে হয় তবে সাইকেল চালানো কীভাবে সম্ভব? তবে কি বাদ দিতে হবে সাইকেল চালানো? এমন আশঙ্কা থেকেই লন্ডনের সাইক্লিস্টরা এর প্রতিকার চাইলেন অভিনব কায়দায়।
দুর্ঘটনায় মারা যাওয়ার প্রতিবাদ হিসেবে তারা আশ্রয় নিলেন নিজেদের প্রতীকী গণমৃত্যূর। তবে এ মৃত্যূর সঙ্গে তাদের প্রিয় সাইকেলটিও ছিল। খবর ডেইলি মেইলের।
সাইকলেসহ হাজার হাজার সাইক্লিস্ট শনিবার একসঙ্গে রাস্তার ওপর শুয়ে এ প্রতীকী মৃত্যুবরণ করেন। তাদের দাবি, লন্ডনের রাস্তায় সাইকেল চালনায় নিরাপত্তা চাই। শনিবার সারা দিন তারা এভাবেই শুয়ে ছিলেন লন্ডন সদর দফতরের রাস্তার ওপর। এ সময় তারা যান চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি করেননি।
সাইক্লিস্টদের বক্তব্য, গত এক মাসে শুধু লন্ডন শহরেই দুর্ঘটনায় মারা গেছেন ছয় সাইকেল আরোহী। তারাও যে একদিন এমনিভাবেই মারা যাবেন না তার নিশ্চয়তা কী?
সেন্ট্রাল লন্ডনের সাউথওয়ার্ক এলাকায় এ প্রতীকী গণমৃত্যুতে স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছেন এখানকার সাইক্লিস্টরা।
(দ্য রিপোর্ট/এআইএম/এসকে/ডিসেম্বর ০১, ২০১৩)