ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় একটি বালুবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা। এ ঘটনায় ট্রাকের চালকসহ তিনজন দগ্ধ হয়েছে। শনিবার রাত সাড়ে সাতটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহর বাইপাস সড়কে ফুলবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। একই সময় অবরোধকারীরা ৮-১০টি গাড়িও ভাঙচুর করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আবদুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় ও আহতদের উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার করতে পারেনি বলেও জানান তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জনায়, শনিবার সন্ধ্যায় পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জ থেকে বালুবোঝাই একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে প্রবেশ করে। রাত সাড়ে সাতটার দিকে ট্রাকটি শহর বাইপাস সড়কে ফুলবাড়িয়া এলাকায় পৌঁছালে অবরোধকারীরা এর সামনের গ্লাস ভেঙে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও সহযোগীসহ তিনজন দগ্ধ হয়।

পরে স্থানীয় লোকজন ও পুলিশ এসে আগুন নেভায় এবং অগ্নিদগ্ধদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।

অগ্নিদগ্ধরা হলেন- ট্রাকের চালক আবদুর রাজ্জাক (২৫), জাহের মিয়া (২০) ও মোশারফ হোসেন (২০)। তাদের সকলের বাড়ি হবিগঞ্জ জেলার নাজিরপুর গ্রামে।

(এইচএমএস/এসকে/ডিসেম্বর ০১, ২০১৩)