ঝালকাঠি সংবাদদাতা : মানুষ পুড়িয়ে মারা কোনো আন্দোলনের ভাষা হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান, সাবেক যোগাযোগমন্ত্রী ও নির্বাচনকালীন সরকারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু।

তিনি বলেন, বাংলাদেশের সরকারের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সঠিক না হওয়ায় প্রত্যেক নির্বাচনকালীন সময়ে দেশে এ অবস্থা সৃষ্টি হচ্ছে। যারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন সংগ্রাম করেন, তারাও জানেন পৃথিবীর কোনো রাষ্ট্রে এ সরকার ব্যবস্থা চালু নেই।

আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা অস্বাভাবিক কিছু নয়। গণতন্ত্র রক্ষার্থে, মানুষের অধিকার আদায়ে ও সংবিধান সমুন্নত রাখতে বিভিন্ন রাষ্ট্রে এর চেয়ে বেশি আন্দোলন হচ্ছে। নির্বাচন ছাড়া দেশের বর্তমান অবস্থার পরিবর্তন সম্ভব নয়।

তিনদিনে অনেকগুলো তাজা প্রাণের সমাধি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটা লড়াই-আন্দোলনের ভাষা হতে পারে না।

কাঁঠালিয়া উপজেলা জেপি’র উদ্যোগে শবিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা জেপি’র আহ্বায়ক এনায়েত হোসেন খসরুর সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, জেলা জেপি’র আহবায়ক এ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল। আরও বক্তব্য রাখেন উপজেলা জেপি’র যুগ্ম-আহ্বায়ক মজিবুর রহমান দুদা, উপজেলা যুব সংহতির আহবায়ক মোস্তাফিজুর রহমান সিন্টু, যুগ্ম-আহ্বায়ক মো. মামুন হাওলাদার, শ্রমিক পার্টির আহবায়ক জাকির হোসেন মজনু, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসএমআরকে/এমএইচও/এসকে/ডিসেম্বর ০১, ২০১৩)