দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন।

আলাস্কার সেনাবাহিনীর মুখপাত্র মেগান পিটারস শনিবার জানান, শুক্রবার রাতে সেইন্ট মেরিস গ্রামে বিমানটি বিধ্বস্ত হলে চালকসহ চারজন নিহত হন। দুর্ঘটনার সময় বিমানটিতে ১০ জন ছিল বলে জানান তিনি।

তবে তাৎক্ষণিকভাবে অন্য যাত্রীদের অবস্থা জানা যায়নি।

দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্তকারী কর্মকর্তা ক্লিন্ট জনসন জানান, এক-ইঞ্জিনের ওই বিমানটি বেথেল থেকে সেইন্ট মেরিসে যাচ্ছিল।

জীবিতদের উদ্ধারে সেখানে সেনাসদস্য ও হেলিকপ্টার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সূত্র: এপি।

(দ্য রিপোর্ট/কেএন/ডিসেম্বর ০১, ২০১৩)