নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে শ্রমিকবাহী একটি বাসে গানপাউডার ঢেলে আগুন দিয়েছে অবরোধকারীরা। এ সময় বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের সামনে রবিবার সকাল ৭টায় নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে এ ঘটনা ঘটে।

শ্রমিক ও বাসচালকের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম মিয়া দ্য রিপোর্টকে জানান, রফতানিমুখী গার্মেন্ট ডিএনভি ক্লোথিং লিমিটেডের শ্রমিকবাহী (ঢাকা মেট্রো জ ১৪-৪৮৫) বাসটি সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সামনে এলে গানপাউডার ঢেলে আগুন ধরিয়ে দেয় কয়েকজন যুবক। বাসে থাকা শ্রমিকরা দ্রুত নামতে গিয়ে পাঁচজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। আগুনে বাসটির বেশিরভাগ পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা দ্য রিপোর্টকে জানান, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নারায়ণগঞ্জ নৌ-ফাঁড়ি পুলিশের ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে খুব কমসংখ্যক লঞ্চ চলাচল করছে।

(দ্য রিপোর্ট/এএস/ডিসেম্বর ০১, ২০১৩)