ক্রেতা ওবামা!
দ্য রিপোর্ট ডেস্ক : রীতিমতো ভিড় ঠেলে দুই মেয়েকে নিয়ে সাধারণ ক্রেতার মতোই কেনাকাটা করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার ওয়াশিংটনের একটি বইয়ের দোকানে দেখা যায় ক্রেতাবেশী ওবামাকে।
আসলে মার্কিনিদের কেনাকাটার উৎসব স্মল বিজনেস সাটারডে উপলক্ষ্যেই ওবামার ওই বইয়ের দোকানে পদার্পণ। ওবামা অবশ্য একগাদা বইও কিনেছেন।
দোকানে দাঁড়িয়ে ওবামা অন্য ক্রেতাদের সঙ্গে রাজনীতি ও পোরশে গাড়ি নিয়ে আলোচনা করেছেন।
কি কিনলেন এই প্রশ্নের জবাবে ওবামা জানান, অনেক বড় তালিকা অনুযায়ী বই কিনেছেন তিনি। পাঁচ বছর থেকে ৫২ বছর বয়সীদের বিভিন্ন ধরনের বই তার তালিকায় ছিল।
ওই দোকানে ১২ ডলারের বিনিময়ে মিশেল ওবামার কার্টুন সম্বলিত শপিং ব্যাগও বিক্রি হচ্ছিল। ওবামা অবশ্য ওই শপিং ব্যাগ কেনেন নি।
শপিং ব্যাগ না কিনলে কি হবে? খোদ প্রেসিডেন্টের কাছে বই বিক্রি করতে পেরেই দারুণ খুশি দোকানদার। সূত্র: ইউপিআই।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ০১, ২০১৩)