দ্য রিপোর্ট প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে ঢাকার ২৪ সরকারি স্কুলে রবিবার থেকে ভর্তি ফরম বিক্রি শুরু হয়েছে। ১ম থেকে ৯ম শ্রেণির ভর্তি ফরম বিক্রি ও জমা নেওয়া হবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি ফরমের মূল্য সর্বোচ্চ ১০০ টাকা নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা ২০১৩ অনুসারে, সকল স্কুলে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। ২য় থেকে ৮ম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। ৯ম শ্রেণিতে জেএসসি/জেডিসি’র ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।

ভর্তি নীতিমালায় আরো বলা আছে, ২য় ও ৩য় শ্রেণিতে ১ ঘণ্টায় ৫০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষায় বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। ৪র্থ থেকে ৮ম শ্রেণিতে ২ ঘণ্টায় ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে।

রাজধানীর সরকারি স্কুলকে তিনটি গ্রুপ ক, খ, গ-তে ভাগ করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। একজন শিক্ষার্থী একটি গ্রুপ থেকে কেবল একটি ফরম কিনতে পারবে।১ম শ্রেণিতে লটারি অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর। ২য় থেকে ৮ম শ্রেণিতে ‘ক’ গ্রুপের স্কুলে ভর্তি পরীক্ষা ১৯ ডিসেম্বর, ‘খ’ গ্রুপের ২০ ও ‘গ’ গ্রুপের ২১ ডিসেম্বর হবে বলে মাউশি সূত্রে জানা গেছে।

মাউশি’র সূত্রে জানা যায়, তিন গ্রুপের মধ্যে 'ক' গ্রুপের পরীক্ষা হবে- গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়, নিউ গভর্নমেন্ট গার্লস হাইস্কুল, ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও ধানমন্ডি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

'খ' গ্রুপের পরীক্ষা হবে-গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়।

'গ' গ্রুপের পরীক্ষা হবে-তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও টিকাটুলি কামরুনন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

অন্যদিকে ঢাকার বেসরকারি স্কুলগুলোতেও ইতোমধ্যে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/ডিসেম্বর ০১, ২০১৩)