ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

দ্য রিপোর্ট ডেস্ক : ইন্দোনেশিয়ার পুর্বাঞ্চলীয় তানিমবার দ্বীপে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে ভূকম্পনবিদরা জানিয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউজিএস) জানায়, রবিবার স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল পূর্ব তিমুরের রাজধানী দিলি থেকে ৩৫১ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্ব দিকে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
এদিকে এ ভূমিকম্পে খুব বেশি ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটবে না বলে প্রাথমিকভাবে ধারণা করছে ইউজিএস।
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় প্রায়ই দেশটিতে ভূকম্পন অনুভূত হয়। চলতি বছরের জুলাইয়ে আচেহ প্রদেশের সুমাত্রা দ্বীপে ৬.১ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছিল। সূত্র: আল জাজিরা।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ০১, ২০১৩)