হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা : হাজীগঞ্জে ১৮ দলের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয়দিন রবিবার অবরোধকারীরা হাজীগঞ্জে কয়েকটি গাড়ি ভাঙচুর, মহাসড়কে অগ্নিসংযোগ ও মহাসড়কের উপর গাছের টুকরো এবং বিদ্যুতের পিলার দিয়ে অবরোধ করে। সকাল ৭টায় বিজিবির সদস্যরা এসে তা সরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে হাজীগঞ্জ, এনায়েতপুর, আলীগঞ্জ, টোরাগড়, হাজীগঞ্জ বাজার, বলাখাল বাজার, কৈয়ারপুল বাজার, বাকিলা বাজার, দেবপুর বাজার, মহামায়া বাজার, হাজীগঞ্জ-কচুয়া মহাসড়ক, হাজীগঞ্জ রামগঞ্জ মহাসড়ক, হাজীগঞ্জ রামপুর আঞ্চলিক সড়কসহ বিভিন্ন হাটবাজারে অবরোধ সমর্থনকারীরা অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করে রাখে।

বলাখাল বাজার, বাকিলা বাজার ও এনায়েতপুর বাজারে কয়েকটি সিএনজি চালিত যান ভাঙচুর করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এএম/এফএস/এএস/ডিসেম্বর ০১, ২০১৩)