চট্টগ্রামে হরতাল-অবরোধে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
চট্টগ্রাম সংবাদদাতা : ভাঙচুর, বোমাবাজি, আর ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যদিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে বিএনপি ও শিবিরের ডাকা হরতাল এবং ১৮ দলের অবরোধ কর্মসুচি।
রবিবার সকাল ৮টায় নগরীর বহাদ্দারহাট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ ৩ জনকে আটক করেছে। এসময় অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ৮-১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
চান্দাগাঁও থানার ভারপাপ্ত কর্মকর্তা আবদুল রউফ দ্য রিপোর্টকে জানান, অবরোধকারীরা সকালে রাস্তায় গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। এসময় পুলিশ পিকেটারদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। অন্যদিকে ইস্পাহানী মোড়, কাজির দেউরী এলাকায় পিকেটাররা কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা। এছাড়া সীতাকুণ্ডে রাতে কয়েকটি গাড়িতে আগুন দেয় পিকেটাররা।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারসহ ৬ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। অন্যদিকে উত্তর জেলা সভাপতি কুতুবউদ্দিন শিবলীকে গ্রেফতারের প্রতিবাদে একইদিন শিবির হরতালের ডাক দেয়।
(দ্য রিপোর্ট/কেএইচএস/এপি/ডিসেম্বর ০১, ২০১৩)