চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুর-লাকসাম রেলপথের মেহের স্টেশন এলাকায় রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলে অবরোধকারীরা। রবিবার ভোর ৫টার দিকে এ নাশকতামূলক কর্মকাণ্ড চালায় তারা। যদিও এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

মেহের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ভোরে কে বা কারা ফিশপ্লেট খুলে ফেলে। এতে মেঘনা এক্সপ্রেস মেহের স্টেশনে এক ঘণ্টা আটকে থাকে। পরে লাইন ঠিক করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা জানান, এর আগে ওই এলাকায় বড় ধরনের নাশকতার আশঙ্কা তৈরি হলেও কৃষক তাজুলের বুদ্ধিমত্তায় তা রক্ষা পায়। তিনি পুরস্কৃত হন। পুরস্কার পাওয়ার আশায় কেউ আবার এমনটি করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

চাঁদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্ট্রেশন মাস্টার ফরিদুল আহমেদ জানান, চাঁদপুর শহরের বিপণিবাগ এলাকায় একটি হার্ডওয়ারের মালবোঝাই ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। ড্রাইভার ট্রাকটি চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে নিয়ে আসেন। আমরা ত্বরিত আগুন নিয়ন্ত্রণে আনি।

এদিকে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের বাকিলা এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করে অবরোধীকারীরা। যদিও পুলিশ গিয়ে গাছের গুঁড়ি সরিয়ে ফেলে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, অবরোধের দ্বিতীয় দিনে তিন পিকেটারকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/ডিসেম্বর ০১, ২০১৩)