চট্টগ্রামে রেললাইন অবরোধ, যোগাযোগ বিচ্ছিন্ন
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের ইস্পাহানী এলাকায় রবিবার সকাল থেকে রেললাইন অবরোধ করে রেখেছে ১৮ দলের নেতাকর্মীরা। পুলিশ ধাওয়া দিয়েও তাদের রেললাইন থেকে সরাতে পারেনি। এ কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া চট্টল্লা এক্সপ্রেস ট্রেনটি পাহাড়তলীতে আটকা পড়েছে।
স্টেশন মাস্টার শামসুল আলম জানান, অবরোধের কারণে চট্টল্লা এক্সপ্রেস ট্টেনটি আটক পড়েছে। তাছাড়া ঢাকা ও চাঁদপুর থেকে আসা দুটি ট্টেনও অপর পাশে আটকে আছে। কার্যত সারাদেশের সাথে এখন চট্টগ্রামে রেল যোগাযোগ বিছিন্ন।
এদিকে, সকাল ৮টায় নগরীর বহাদ্দারহাট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ ৩ জনকে আটক করেছে। এসময় অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ৮-১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
চান্দাগাঁও থানার ভারপাপ্ত কর্মকর্তা আবদুল রউফ দ্য রিপোর্টকে জানান, অবরোধকারীরা সকালে রাস্তায় গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। এসময় পুলিশ পিকেটারদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। অন্যদিকে ইস্পাহানী মোড়, কাজির দেউরী এলাকায় পিকেটাররা কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা। এছাড়া সীতাকুণ্ডে রাতে কয়েকটি গাড়িতে আগুন দেয় পিকেটাররা।
(দ্য রিপোর্ট/কেএইচএস/জেএম/ডিসেম্বর ০১, ২০১৩)